ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

ডুলাহাজারার মোজাম্মেল হুজুরের জানাজায় শোকাহত মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  বাংলাদেশের তাবলিগ জামাতের আমীল প্রবীণ মুরুব্বি ও কাকরাইল মারকাজের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মোজাম্মেল হক (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন)। মরহুম মাওলানা মোজাম্মেল হক কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারার বাসিন্দা। তিনি ৮ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১০ টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন। মরহুমের ছেলে মাওলানা আনাস বিন মোজাম্মেল এ তথ্য নিশ্চিত করেন। ৯ ফেব্রুয়ারি (রোববার) বিকেল ৫টায় চকরিয়া ডুলাহাজারা নতুনপাড়া হাই স্কুল মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে দল মত নির্বিশেষে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ গ্রহণ করেন।

মরহুম মাওলানা মোজাম্মেল হক তাবলিগের বাংলাদেশের সবচেয়ে প্রবীণ আলেম ও শুরা সদস্য। তিনি মুফতিয়ে আজম ফয়জুল্লাহ (রহ.)-এর অন্যতম খলিফা। এক সময়ের তাবলীগ জামায়াতের বিশ্ব আমীর হযরতজী মাওলানা এনামুল হাসান (রহ.)-কর্তৃক গঠিত বাংলাদেশের তাবলীগ জামায়াতের কেন্দ্রীয় শূরার আমৃত্যু অন্যতম সদস্য ছিলেন। তাহার মৃত্যুতে চকরিয়াসহ তাবলীগ জামাতের শুভাকাংখিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত: