এম আবু হেনা সাগর ঃ নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও॥
টেকনাফে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শীর্ষ ইয়াবা স¤্রাট ভুট্টো বাহিনী কর্তৃক কক্সবাজারের ৫ জন টিভি সাংবাদিককে কুপিয়ে আহত করার প্রতিবাদে গতকাল ১৭ মে বিকেলে সদর উপজেলার ঈদগাঁওতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদ মিছিলটি বাজারের অলিগলি প্রদক্ষিণ শেষে মাতব্বর মার্কেট চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। আজকের দেশ-বিদেশ পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি শাহজাহান সিরাজের সভাপতিত্বে ও সংবাদকর্মী শাহিদ মোস্তফা শাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যাপক ফিরোজ আহমদ, সাংবাদিক হুমায়ুন আজাদ সিদ্দিকী, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন, দৈনিক আমাদের কক্সবাজারের প্রতিনিধি সেলিম উদ্দীন, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক ও সাংবাদিক নুরুল আমিন হেলালী, দৈনিক সৈকতের প্রতিনিধি মিজানুর রহমান আজাদ, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সিনিয়র শিক্ষক ও ইত্যাদি খ্যাত নুরুল ইসলাম, ঈদগাহ সাংগঠনিক উপজেলা যুবদলের সভাপতি আজমগীর, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ উদ্দীন মুকুল। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক বাঁকখালীর স্টাফ রিপোর্টার কাফি আনোয়ার, দৈনিক সমুদ্রকন্ঠের সদর প্রতিনিধি শেফাইল উদ্দীন, সাংবাদিক নাছির উদ্দীন, দৈনিক আজকের কক্সবাজারের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি এম. আবুহেনা সাগর, সংস্কৃতিক কর্মী কুতুব উদ্দীন চৌং, সংবাদকর্মী ছরওয়ার সিফা, এম. শফিউল আলম আজাদ, মোঃ আশফাক উদ্দীন আরফাত, মোজাম্মেল হক, নুরুল আজিম, মোহাম্মদ আলম বিশাল, সাইমুন সরওয়ার কায়েস, রায়হান সহ আরো অনেকে। প্রতিবাদ সমাবেশে বক্তারা – সাংবাদিকদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।
পাঠকের মতামত: