ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

টেকনাফে মনোনয়ন বঞ্চিত আ. লীগ নেতার ব্যতিক্রমী সংর্বধনা

eba1d3f6-a938-4c1d-9bdc-c68df33c3c95টেকনাফ প্রতিনিধি:
টেকনাফের আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হয়েও ব্যতিক্রমী সংবর্ধনা পেলেন শাহপরীরদ্বীপ আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব হাবিবুর রহমান। সম্মিলিত নাগরিক কমিটির ব্যানারে উক্ত সংবর্ধনা সভা শাহপরীরদ্বীপ তিন রাস্তার মাথা মাঠে বিকেল ৪ টায় স্থানীয় আওয়ামীলীগ উপদেষ্ঠা পরিষদ সদস্য আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ পৌর আওয়ামীলীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, শাহপরীরদ্বীপ ইউনিট আওয়ামীলীগ সাধারন সম্পাদক মনির উল্লাহ, যুগ্ম সম্পাদক শরিফ হোসেন।
যুবনেতা এমদাদ উল্লাহ’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জায়েদ উল্লাহ ওয়ার্ড আওয়ামীলীগ লাল মিয়া, নেতা মোঃ ইসলাম, নুরুল হক, আব্দুল খালেক মিস্ত্রী, মো ঃ তারেক, আবুল কালাম, আব্দুস সালাম ফকির , কবির আহমদ, ডা. নাজু ,বশির আহমদ, আব্দুস সালাম, দিল মোহাম্মদ,আব্দুল মতলব,মোঃ আমিন, দিল মোহাম্মদ ।
সভায় আলহাজ্ব হাবিবুর রহমান বলেন, আওয়ামীলীগ থেকে সাবরাং ইউপির চেয়ারম্যান পদে মনোনয়ন পায়নি বলে, শাহপরীরদ্বীপের জনগনের ভালোবাসা থেকে কেউ বিছিন্ন করতে পারবেনা আমাকে। দেশ এবং জনগনের স্বার্থে যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছি । নেত্রীর সিদ্ধান্তের প্রতি গভীর শ্রদ্ধা ও বিশ্বাস রেখে প্রার্থী হয়নি ঠিকই তবে এলাকার উন্নয়নে আজীবন কাজ করে যাবারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

পাঠকের মতামত: