ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে টমটম চালকের মৃত্যু

eleaticityটেকনাফ প্রতিনিধি ::::

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং বাজারে টমটমে চার্জ দিতে গেয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. হোছন (৩৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। সে হোয়াাইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার মৃত অলি হোছনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে প্রতিদিনের মতো টমটম চালক হোছন হোয়াইক্যং বাজারে আলমগীরের ওয়ার্কশপ দোকানে চার্জ দিতে গেলে বৈদ্যুতিক শকে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, নিহত চালকের ৬ টি সন্তান রয়েছে।

হোয়াইক্যং ফাঁড়ীর ইনচার্জ এসআই মো. আব্দুল গোফরান জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক চালকের মৃত্যুর বিষয়টি শুনেছি। এ ব্যাপারে  প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত: