ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

টেকনাফে ইয়াবাসহ বিকাশ কোম্পানির ভুঁয়া ম্যানেজার আটক

teknaf picগিয়াস উদ্দিন ভুলু , টেকনাফ :::

মিয়ানমারের উৎপাদিত মরন নেশা ইয়াবা পাচার কিছুইতে রোধ করা যাচ্ছেনা। স্থানীয় প্রসাশনের সদস্যরা যতই কঠোর হচ্ছে, পাচারকারিরা ততই নিত্য নতুন কৌশলে এই অবৈধ ব্যবসা অব্যাহত রেখেছে। কারন এই অবৈধ ইয়াবা ব্যবসায়ীরা প্রশাসনের চোঁখকে ফাঁকি দিয়ে তাদের পাচার কাজ অব্যাহত রাখতে প্রতিনিয়ত ব্যবহার করছে নিত্য নতুন কৌশল ও বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় সামগ্রী। সেই ধারবাহিকতায় টেকনাফ ২ বিজিবির সদস্যরা বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে বিভিন্ন কৌশলে লুকিয়ে রাখা ইয়াবা গুলো আটক করতে সক্ষম হচ্ছে, এদিকে বিভিন্ন সুত্রে খবর জানা যায়, ইদানিং ঢাকা, চট্রগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এসে টেকনাফ থেকে সু-কৌশলে পাচার করছে ইয়াবা। এই সমস্ত ভদ্রবেশী মুখোশদারী ব্যক্তিরা বিভিন্ন সংস্থার ও বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সেই সুত্র ধরে গতকাল ১২ আগস্ট বিকাল ৩ টায় টেকনাফ হ্নীলা ইউনিয়নের বাসষ্টেশন এলাকা থেকে বিকাশ কোম্পানির এরিয়া ম্যানেজার পরিচয়দানকারি এক প্রতারককে ইয়াবাসহ আটক করে বিজিবি হাতে তুলে দেয় স্থানীয় সচেতন জনতা। আটককৃত যুবক হচ্ছে ঢাকা নারায়নগঞ্জ এলাকার মোসাদ্দেকুল ইসলামের পুত্র ইমরানুল ইসলাম (৩০)

এ ব্যাপারে টেকনাফ উপজেলার বিকাশ এজেন্টের ডিরেক্টর মোঃ আলী জানান, দীর্ঘ কয়েক দিন ধরে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় এই যুবকটি বিকাশ কোম্পানির এরিয়া ম্যানেজার পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম ও বিকাশ কোম্পানির সাধারণ গ্রাহকদেরকে হয়রানী করে যাচ্ছে। সেই সুত্র ধরে গতকাল বিকাল বেলায় হ্নীলা ইউনিয়নের বাসষ্টেশন এলাকা থেকে হ্নীলা বিকাশ এজেন্ট ব্যবসায়ী ও সচেতন জনতার সহযোগীতায় তাকে আটক করা হয়। এর পর টেকনাফ বিকাশ কোম্পানির হেড অফিসে নিয়ে আসার পর তার নাম ঠিকানা জিজ্ঞাসা করা হয়। এবং তার সাথে থাকা ব্যাগ ও শরীর তল্লাসী করে পায়ের নিচে মৌজার ভিতর বেশ কয়েকটি ইয়াবার প্যাকেটের সন্ধান মিলে। সাথে সাথে টেকনাফ নিউজ ডটকমের সম্পাদক সাইফুল ইসলাম সাইফি সহযোগিতায় টেকনাফ ২ বিজিবি সদস্যদের হাতে ইয়াবাসহ তুলে দেওয়া হয়। আটককৃত ইয়াবা পাচারকারি ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, সে দীর্ঘ দিন ধরে টেকনাফের কালাম নামে এক যুবকের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। টেকনাফের ইয়াবা ব্যবসায়ী কালামের ঠিকানা তার কাছ থেকে পাওয়া না গেলেও সে কালামের একটি মোবাইল নাম্বার স্থানীয় সংবাদকর্মী ও বিজিবি কাছে দিয়েছে। উক্ত মোবাইল নাম্বারটি হচ্ছে, ০১৮৫৬৭৩৪৪২৪

পাঠকের মতামত: