ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

টেকনাফ সীমান্তের ২৭টি পয়েন্টে সক্রিয় চোরাচালান সিন্ডিকেট

yabaহাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :::
টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট চোরকারবারী সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। পাচার করছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং নিয়ে আসছে ইয়াবার চালান ও আদম। সীমান্তে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সিন্ডিকেট ভিত্তিক চোরকারবারীরা পাচারকাজ অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবিসহ আইন প্রয়োগকারী সংস্থা গুলোর রাত-দিন অভিযানে প্রায় প্রতি দিনই আটকও হচ্ছে ইয়াবা, মাদক, চোরাচালানী বিভিন্ন পণ্য, চোরাকারবারী, নিত্য পণ্য ও আদম।

জানা যায় সীমান্তের এপার-ওপার পয়েন্টগুলো হচ্ছে জাদীমুড়া-ফেরাংপুর ঘাট, জাদীমুরা-মাঙ্গালা ঘাট, জাদীমুরা-রইংগ্যা ঘাট, জাদীমুরা-গওজিবিল ঘাট। তাছাড়া হ্নীলা চৌধুরীপাড়া ঘাট, জালিয়াপাড়া ও দক্ষিণ ফুলের ডেইল ঘাট, মেম্বার ঘাট ও কাস্টম ঘাট, সুলিশপাড়া ও ওয়াব্রাং ঘাট, মৌলভীবাজার ঘাট। টেকনাফ জালিয়াপাড়া, নয়াপাড়া, মৌলভীপাড়া, নাজিরপাড়া, শাহপরীরদ্বীপ, খারাংখালী, নয়াবাজার, মিনাবাজার, ঝিমংখালী, নয়াপাড়া, কানজরপাড়া, উনছিপ্রাং, লম্বাবিল, হোয়াইক্যং ও উলুবনিয়া সীমান্ত দিয়ে ঘাট সংশ্লিষ্ট চোরাকারবারীরা সিন্ডিকেট ভিত্তিক দিব্যি নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পেয়াজ, রসুন, আদা, মসল্লা, ভোজ্য তেল, জ্বালানী তেল, হলুদ-মরিচ, সৌর বিদ্যুতের প্যানেল, বেটারী, মেডিসিন, কীটনাশকসহ নানা পণ্য পাচার করে যাচ্ছে। ফিরতি পথে নিয়ে আসছে বড় বড় ইয়াবার চালান।

প্রত্যেকটি ঘাটে সক্রিয় রয়েছে একাধিক সিন্ডিকেট। এক দিকে দেশীয় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পাচারের ফলে দেশের বাজার গুলোতে নিত্য পণ্যের দাম হু-হু করে বেড়ে গিয়ে ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে সাধারণ মানুষের। অন্যদিকে মরণঘাতি ইয়াবা ট্যাবলেট এনে অল্প সংখ্যক লোক রাতারাতি কোটিপতি বনে গেলেও দেশে বিভিন্ন প্রান্তে চালান পৌছিয়ে দিয়ে স্কুল-কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এছাড়াও কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিদিন শত শত মিয়ানমার নাগরিক অবৈধভাবে নিয়ে এসে দালাল চক্র দেশের বিভিন্ন প্রান্তে পৌছে দিচ্ছে। এমনকি শ্রম বাজার ধ্বংসসহ সন্ত্রাসী কর্মকান্ড ঘটনার সাথে জড়িয়ে পড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। সচেতন মহল সংশ্লিষ্ট প্রশাসনকে এসবের সাথে কারা জড়িত তা খতিয়ে দেখে অপকর্ম প্রতিরোধে এগিয়ে আসার দাবি জানিয়েছেন।

 

পাঠকের মতামত: