ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

টাইগারদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার শুভেচ্ছা

photo-1456943435-400x266-300x200সি এন ডেস্ক :::
এশিয়া কাপ টি-২০ ক্রিকেটের ফাইনালে ওঠায় টাইগারদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগাররা পাকিস্তানকে ৫ উইকেটে পরাজিত করে ফাইনালে উঠেছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক বার্তায় জাতীয় ক্রিকেট দলের সবাইকে শুভেচ্ছা জানান এবং আরো সাফল্য কামনা করেন।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বাংলাদেশের সাফল্যের জন্য জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি ম্যানেজার, কোচ এবং ক্রিকেট বোর্ড কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, ক্রিকেটের উন্নয়নে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টার কারণেই বাংলাদেশের ক্রিকেট এখন বিশ্বে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত।
শেখ হাসিনা বিজয়ের এ ধারা জাতীয় দল আগামীতেও বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী স্টেডিয়ামে বসে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখেন এবং টাইগারদের অনুপ্রেরণা দেন। অলরাউন্ডার মাহমুদুল্লাহ’র বিজয়সূচক বাউন্ডারির পর শেখ হাসিনা হাত নেড়ে বাংলাদেশের বীরদের অভিনন্দন জানান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এক বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে শুভেচ্ছা জানান। জাতীয় দলের আরো সাফল্য কামনা করেন তিনি।

পাঠকের মতামত: