ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ঝড়ে ট্রলার ডুবে নিখোঁজের ২৪ ঘন্টার পর শ্রমিকের লাশ উদ্ধার কুতুবদিয়ায়

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::  চট্টগ্রাম কর্ণফুলী মুখে মঙ্গলবার দুপুরে কালবৈশাখী ঝড়ে লবণ ভর্তি ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিক ফারুকের (২৫) লাশ বুধবার (০৫ মে) দুপুরে উদ্ধার করা হয়েছে। নিহতের বাড়ী কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের পেয়ারা কাটা গ্রামের মো. রশিদ আহমেদের পুত্র। সে গত মঙ্গলবার একই এলাকার কবির কোম্পানির লবণ ভর্তি ট্রলার নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে কর্ণফুলী মুখে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. ইছহাক জানান, মঙ্গলবার লবণ ভর্তি ট্রলার ডুবিতে নিখোঁজ শ্রমিক মো. ফারুকের লাশ বুধবার উদ্ধার করে কুতুবদিয়ায় নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। ট্রলারটি ডুবে যাওয়াতে ফারুক তার মোবাইল ফোন নিতে কেবিনের ভিতরে প্রবেশ করছিল বলে বেঁচে যাওয়া অপর শ্রমিক জানিয়েছে বলেও জানান।

পাঠকের মতামত: