ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

জোর করেই রেখাকে চুমু খেয়েছিলেন যিনি

bdpratidin_rakhaঅনলাইন ডেস্ক ::

এক কাথায় যায় যে- চিরকালই তিনি বলিউডের কন্ট্রোভার্সি কুইন। ফিল্ম হোক বা ব্যক্তিজীবন- রহস্যের আড়ালে থাকতে পছন্দ করেন রেখা। সম্প্রতি সামনে এসেছে রেখার জীবনের অতি বিতর্কিত দু’টি বিষয়। সৌজন্যে ইয়েসের ওসমানের নতুন বই ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’।

চলুন জেনে নেই কী সেই বিতর্ক?

প্রথম ঘটনাটি ঘটে ‘আনজানি সফর’-এর শুটিংয়ের সময়। রেখার নায়ক ছিলেন বিশ্বজিত। ছবিতে একটি চুমুর দৃশ্য ছিল। বিশ্বজিত নাকি জোর করে অনেক সময় ধরে রেখাকে চুমু খেয়েছিলেন। আর এতে স্তম্ভিত হয়ে যান নায়িকা। গোটা ক্রিউ মেম্বারদের সামনে চূড়ান্ত হেনস্থা হতে হয় তাঁকে। পরে অবশ্য বিশ্বজিত দাবি করেছিলেন, পুরো ঘটনাটি পরিচালকের আইডিয়া ছিল। ফলে এতে নাকি তাঁর কোন দায় নেই।

দ্বিতীয় ঘটনাটি রেখার বিয়ের। কলকাতায় বিনোদ মেহেরাকে বিয়ে করার পর মুম্বই যান নায়িকা। কিন্তু বিনোদের মা কমলা মেহেরা ছেলের বউ হিসেবে রেখাকে মেনে নেননি। প্রতিবেশীদের সামনে অপমান করা হয় তাঁকে। এমন কি জুতো ছুঁড়েও মারা হয়- এমনটিই ছিল রেখার অভিযোগ।  সূত্র: আনন্দবাজার পত্রিকা

পাঠকের মতামত: