ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে অপু-জসিম প্যানেলের নিরঙ্কুশ বিজয়

শাহেদ মিজান, কক্সবাজার :: কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিার ক্রীড়া প্রতিনিধিদের এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে অপু-জসিম প্যানের নিরঙ্কুশ বিষয় হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সাধারণ সম্পাদক ছাড়া বাকি আট পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ

সম্পাদক নির্বাচিত হয়েছেন জসিম উদ্দীন (২) এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদুল করিম মাদু।
ভোটের তীব্র লড়াই ১০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী। এর মধ্যে সংরক্ষিত মহিলা আসনে ৩ জন এবং উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি আসনে ৩ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। বিধি মতে নির্বাচিত হয়েছেন ২৭ জন।

সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি পাঁচজনের মধ্যে নির্বাচিত হয়েছেন সাবেক সাধরণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিন (৯৮ ভোট), সদ্য সাবেক সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু (৯২, আবছার উদ্দীন (১১৩ ভোট), বিজন বড়ুয়া (৮৭ ভোট)।

পাঠকের মতামত: