ঢাকা,সোমবার, ১১ নভেম্বর ২০২৪

জেএসসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উপজেলার শ্রেষ্ঠ হয়েছে চকরিয়া প্রি ক্যাডেট গ্রামার স্কুল

চকরিয়া অফিস ::

এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চকরিয়া প্রি ক্যাডেট গ্রামার স্কুল ঘোষিত ফলাফলে উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় এবারে শিক্ষার্থীরা শতভাগ সাফল্য পেয়েছে। মোট ১২৩ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এরমধ্যে এ প্লাস পেয়েছে ৪৩জন এবং এ পেয়েছে ৬২জন। একইভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ সাফল্য পেয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। মোট ৮০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তারমধ্যে এ প্লাস ২৪জন এবং এ পেয়েছে ৪২জন শিক্ষার্থী। বাকী শিক্ষার্থীরা অন্যান্য বিভাগে পাস করেছে।

চকরিয়া প্রি ক্যাডেট গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, এবারের পরীক্ষায় শতভাগ সাফল্য পেয়েছে শিক্ষার্থীরা। স্কুলের শিক্ষকদের পাঠদান, ম্যানেজিং কমিটির সুদক্ষ পরিচালনায় এবং অভিভাবকদের সহযোগিতায় এই শতভাগ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, প্রত্যেক বছর শতভাগ ফলাফল ধরে রাখতে সহযোগিতার পাশাপাশি পাস করা শিক্ষার্থীরা ভবিষ্যৎ ভালো ফলাফল করতে পারে সেজন্য দোয়া কামনা করছি।

পাঠকের মতামত: