ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

জামিন পেলেন মাহমুদুর রহমান

mah rahআদালত প্রতিবেদক :::
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনার ষড়যন্ত্রের মামলায় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিন পেয়েছেন।

বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন প্রশ্নে রুলের শুনানি শেষে এ আদেশ দেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। তিনি সাংবাদিকদের বলেন, “আমরা হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করব।”

মাহমুদুর রহমানের সংশ্লিষ্ট আইনজবী জানান, সব শেষ এই মামলাটি ছিল। তাই নতুন কোনো মামলা না হলে, তার মুক্তিতে কোনো বাধা নেই।

এই একই মামলায় গত ৩১ আগস্ট এ মামলায় শর্তসাপেক্ষে জামিন পান বিশিষ্ট ​শফিক রেহমান। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) কারামুক্ত হন তিনি।

পাঠকের মতামত: