ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

জামায়াত নিষিদ্ধ নিয়ে সরকারের কিছু করার নেই -প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক ::   জামায়াতে ইসলামী বাংলাদেশ নিষিদ্ধ বিষয়ে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আদালতে এ বিষয়ে একটি মামলা স্থগিত আছে।

একাদশ সংসদের প্রথম অধিবেশনে বুধবার এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব বলেন। চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বাশার মাইজভান্ডারি এ প্রশ্ন করেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, আদালতে জামায়াত নিষিদ্ধ বিষয়ে একটা মামলা আছে। ওই মামলায় আদালত কোনো রায় না দেওয়া পর্যন্ত আমাদের কিছু করার নেই।

তবে জামায়াত শিগগির নিষিদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, জামায়াত ইতিমধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধন হারিয়েছে, যে কারণে তারা নির্বাচনে অংশ নিতে পারছে না।

যদিও একাদশ সংসদ নির্বাচনে জামায়াতের বেশ কয়েকজন নেতা বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করে। নির্বাচনে তাদের পরাজয়ের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাঠকের মতামত: