ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

জাতিসংঘের সহকারী সেক্রেটারির সঙ্গে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে: ফখরুল

অনলাইন ডেস্ক ::
জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেলের সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করছেন।

বৃহস্পতিবার জাতিসংঘের সদর দপ্তরে সংস্থার রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকারের সঙ্গে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) বিএনপির প্রতিনিধি দলটি বৈঠক করেন।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বিএনপি প্রতিনিধি দলে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ছাড়াও লন্ডনপ্রবাসী বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির রয়েছেন

পাঠকের মতামত: