ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

ছেলের হাতে বাবা খুন

khun1বিশেষ প্রতিনিধি :::

ফেনীতে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ বাবা আবদুল মালেক (৭০) নিহত হয়েছেন।

শুক্রবার রাতে ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ছেলে আবদুল হালিম বাবা আবদুল মালেককে বাড়ির পাশের রাস্তার ওপর হামলা চালিয়ে পেটে ও বুকে ছুরিকাঘাত করতে থাকে। গুরুতর আহত অবস্থায় মালেককে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি পূর্ব বশিকপুর মাদ্রাসার তত্ত্বাবধায়ক ছিলেন।

ফুলগাজী থানার ওসি এমএম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও মামলা করা হয়নি।

পাঠকের মতামত: