ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চেয়ারম্যান প্রার্থী সেলিম আকবরের প্রতীক আনারস

নিউজ ডেস্ক ::  আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ সেলিম আকবরকে ‘আনারস’ প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজে ‘প্রতীক বরাদ্দ’ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার সদর উপজেলার আওতাধীন কক্সবাজার পৌরসভা ও ১০টি ইউনিয়নে (ইসলামপুর, ইসলামাবাদ, ঈদগাঁও, জালালাবাদ, পোকখালী, ভারুয়াখালী, চৌফলদন্ডি, খুরুশকুল, পিএমখালী, ঝিলংজা) ভোটার সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৬৪৪ জন।
তারমধ্যে-পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৪৪২ এবং মহিলা ভোটার-১ লাখ ২১ হাজার ২০২ জন। মোট ১০৮টি ভোটকেন্দ্রে ভোট ৬৪৮টি বুথ রয়েছে। ভোট গ্রহণ ৩১ মার্চ। কক্সবাজার সদর উপজেলায় ১০৮টি ভোটকেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোট হবে।

পাঠকের মতামত: