চট্রগ্রাম প্রতিনিধি ::
প্যারেড ময়দান হিসেবে পরিচিত চট্টগ্রাম কলেজ মাঠে জামায়াত-শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২২ জুন) রাতে ছাত্রলীগ কর্মী মো. রাজু বাদি হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন। বাংলানিউজ
তিনি বলেন, ‘মামলায় জামায়াত-শিবিরের ৮০ থেকে ৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।’
শনিবার চট্টগ্রাম কলেজ মাঠে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুমিনুল হক চৌধুরীর জানাজাকে ঘিরে জামায়াত-শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়।
পাঠকের মতামত: