ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামে সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট, কাল জনসভা

ডেস্ক নিউজ :  সিলেটে ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশে উপস্থিত নেতারা চট্টগ্রামে সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার (২৭ অক্টোবর) চট্টগ্রামে বিএনপি কার্যালয়ের সামনে ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।

শুক্রবার (২৬ অক্টোবর) দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য মোশতাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে সমাবেশ করার অনুমতি মিলেছে। চট্টগ্রাম স্টেডিয়ামের পাশে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে অনুষ্ঠিত হবে।’

সমাবেশে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের অন্য নেতার বক্তব্য রাখার কথা রয়েছে।

গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘শনিবার সকালে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা চট্টগ্রামে যাবেন। ড. কামাল হোসেনসহ সিনিয়র নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।’

সূত্র জানায়, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে লালদীঘির মাঠে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেয়। এটি ঐক্যফ্রন্টের দ্বিতীয় সমাবেশ। এর আগে গত ২৪ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত: