ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামে ডাকাত চক্রের ১১ সদস্য অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি ::
চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন টাইগারপাস এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতির সময় অভিযান চালিয়ে ডাকাত চক্রের ১১ সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ নভেম্বরের) ভোর রাতের দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সালাউদ্দিন (২৪)মো. রাজু (১৯)ইসরাফিল হোসেন আলম (২২)মো. আকবর হোসেন (২২)মো. সেলিম (২৮)মো. টিটু (২৫)মো. ইয়াসিন (২৩)মো. ফজর আলী (৩৫)সুমন (২৫)রহিম প্রকাশ হৃদয় (২২) ও মো. পলাশ হোসেন (২৫)
এ সময় তাদের কাছ থেকে তল্লাশি করে একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি দেশীয় এলজি, ২ টি কার্তুজ, ২ টি কালো রংয়ের টিপ ছোরা, একটি লোহার তৈরি ছেনি, ৩ টি কাঠের বাটযুক্ত কিরিচ, একটি সাদা রংয়ের পিকআপ, একটি সিলভার রংয়ের প্রাইভেট কার জব্দ করা হয়।
এদিকে শনিবার (২ নভেম্বরে ) দুপুর সাড়ে ১২ টায় মোমিন রোডস্থ ডিসি দক্ষিণ কার্যালয়েসংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) এস এম মেহেদী হাসান জানিয়েছেন , গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ডাকাতি ও ছিনতাই করে আসছিল।
তারা বিভিন্ন বাস টার্মিনাল ও রেলওয়ের স্টেশনে যাত্রীদের টার্গেট করে ডাকাতি ও ছিনতাই করত। যাত্রীদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করে চাঁদাও আদায় করত।
এছাড়াও সুযোগ বুঝে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভেঙে মালামাল লুট করত।
সংবাদ সম্মেলনে কোতোয়ালী থানার ওসি মো. মহসীনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: