নিউজ ডেস্ক :: চট্টগ্রাম মহানগরের চকবাজারে মেডিকেল কোচিং শেষে উধাও হয়ে যাওয়া তাহমিনা আক্তার নিশুর সন্ধান মিলেছে ঢাকায়।
বুধবার সকালে নিশু ও তার প্রেমিককে রাজধানীর কেরানীগঞ্জ এবং যাত্রাবাড়ি থেকে আটক করে পুলিশ। তাদেরকে চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন সিএমপির চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন।
তাহমিনা আক্তার নিশু গত ৮ জুলাই চকবাজারের একটি মেডিকেল ভর্তি কোচিংয়ে মায়ের সাথে যান। তার মা অভিভাবকদের অপেক্ষমান কক্ষে থাকলেও নিশু কোচিং থেকে বেরিয়ে প্রেমিকের সাথে লাপাত্তা হয়ে যায়।
পরে আত্মীয়-স্বজনদের বাড়িতে খুঁজেও তাকে না পেয়ে ওই রাতেই তার বাবা তোফায়েল আহমেদ সিএমপির চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন।
পাঠকের মতামত: