ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চকরিয়ায় ২-০ গোলে পৌরসভা ফুটবল একাদশের শুভসূচনা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৪ বালক -বালিকা অনুর্ধ্ব – ১৭ উপজেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (২৬ জুন) বিকালে চকরিয়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের (ডিএফএ) সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেলাল উদ্দিন শান্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো নজরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনজুর মোর্শেদ, চকরিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মাস উদ মোর্শেদ, পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তিতু, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক নুরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন, শিক্ষক আলী আকবর, ক্রীড়া সংস্থার সদস্য জিয়াবুল হক, পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের মেম্বার সুলতান আহমদ প্রমুখ।

উদ্বোধনী খেলায় চকরিয়া পৌরসভা ফুটবল একাদশ বনাম পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন একাদশ খেলোয়াড় সমিতি মুখোমুখি হন। ৫০ মিনিটের খেলায় পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন একাদশকে ২-০ গোলে হারিয়ে চকরিয়া পৌরসভা ফুটবল একাদশ টুর্নামেন্টে শুভসূচনা করেন।

পাঠকের মতামত: