ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় হযরত ফাতিমা (রাঃ) বালিকা আলিম মাদরাসা ফাজিলে (ডিগ্রী) উন্নীত

বার্তা পরিবেশক :: পরম করুনাময় মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যার বিশেষ অনুগ্রহ ও দয়ায় হযরত ফাতিমা (রঃ) বালিকা আলিম মাদরাসায় ফাজিল স্তরে প্রাথমিক পাঠদান অনুমতি লাভ করায় আলহামদু লিল্লাহ।

বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের চকরিয়া পেকুয়ার মাননীয় সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও আমাদের অভিভাবক চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম (বি এ অনার্স এম এ) কে এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. আহসান উল্লাহ ( আহসান সাইয়েদ) স্যারের প্রতি ও এ মাদ্রাসার বর্তমান সভাপতি আলহাজ্ব মনজুরুল কাদের টুক্কু কে। মাদরাসার ইতিহাসে তাদের নাম ও অবদান চকরিয়াবাসীর মনে চির স্মরণীয় ও বরনীয় হয়ে থাকবে। মহান আল্লাহ সকলকে উত্তম প্রতিদান দিন।

বিশেষ করে চকরিয়ার একমাত্র মহিলা মাদ্রাসা হযরত ফাতিমা (রঃ) বালিকা আলিম মাদরাসাকে আলীম থেকে উন্নীত করে ফাজিল (ডিগ্রী) স্তরে প্রাথমিক পাঠদান অনুমতি লাভ করার ক্ষেত্রে যারা অনেক পরিশ্রম করে গৌরবময় অবদান রেখেছেন তাদের প্রতি মাদ্রাসা পরিচালনার পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।

পাঠকের মতামত: