মিজবাউল হক, চকরিয়া : চকরিয়া উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের রেজাউল করিম হান্নানসহ তিন সহোদরের বিরুদ্ধে রামপুর-সিকদারপাড়া সড়কের ইট চুরির অভিযোগ উঠেছে। ইট চুরির ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। ওইসময় তাদের বাড়ি থেকে বিক্ষোভের মুখে পড়ে পাঁচ শতাধিক ইট উদ্ধার করলেও বেশকিছু ইট অন্যত্রে সরিয়ে রেখেছেন তারা। ৩১ মে বিকাল দুইটার দিকে উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিকদারপাড়া এলাকায় এঘটনায় ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর রামপুর-সিকদারপাড়া সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। এলজিইডির অর্থ্যায়নে ইতোমধ্যে সড়কটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। সড়করে পুরাতন ইট খুলে রাস্তার পাশে স্তুপ করে রাখা হয়েছে।
মিছিলকারীরা আরও জানান, স্থানীয় মৃত নুরুল কবিরের পুত্র রেজাউল করিম হান্নান, জিয়াউল করিম জেবু ও মিজবাউল করিম ছুট্টোর নেতৃত্বে সড়কের প্রায় একহাজার পুরাতন ইট লুট করে বাড়িতে নিয়ে যায়। পরে ইট চুরির বিষয়টি এলাকাবাসীর কাছে জানাজানি হলে সমালোচনার ঝড় উঠে তিন সহোদরের বিরুদ্ধে।
গতকাল ৩১ মে বিকাল দুইটার দিকে সিকদারপাড়া এলাকার শতাধিক মানুষ ইট চুরির অভিযোগ এনে রেজাউল করিম হান্নান, জিয়াউল করিম জেবু ও মিজবাউল করিম ছুট্টোর বিরুদ্ধে ঝাড়– মিছিল করেছে। তোপের মুখে পড়ে ওই বাড়ি থেকে পাঁচ শতাধিক ইট উদ্ধার করে স্থানীয়রা। পরে ইট চুরির বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন এলজিইডির চকরিয়া উপজেলার শাখার এক প্রকৌশলী। ওই প্রকৌশলী তাৎক্ষণিক চুরি হওয়া ইট গুলো উদ্ধারের নির্দেশ দেন। ইট গুলো ঠিকারদারকে বুঝিয়ে দেওয়ার জন্য ওই তিন সহোদরকে মৌখিকভাবে বলা হয়েছে। তাদের বাড়িতে আরও ইট রয়েছে জানান তিনি।
স্থানীয় কয়েকজন মুরব্বী জানান, তিন সহোদর খারাপ প্রকৃতির লোক। সড়কের ইট চুরির ঘটনা নতুন নয়। তাদের বিরুদ্ধে এলাকায় নানা অপরাধের একাধিক মামলাও রয়েছে।
পাঠকের মতামত: