ঢাকা,শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতিতে নৌকা সমর্থকদের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত স্বতন্ত্র প্রার্থী জিয়াবুল হকের উপস্থিতিতে নৌকার সমর্থকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় মো. ইমন (১৯) নামের এক সমর্থককে পিটিয়ে আহত করা হয়।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া সংলগ্ন তরছঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইমন ওই এলাকার মো. সেলিমের ছেলে ও নৌকার প্রার্থীর কর্মী ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী।

আহত ইমনের পিতা মো. সেলিম জানায়, ওইদিন  সকালে দোকানের মাল ক্রয় করে দুপুরে বাড়িতে যাওয়ার পর খবর পাই দোকানে এসে সাকিল, কফিল ও আমিন আমার ছেলে ইমনকে মারধর করছে এবং মালামাল ও টাকা লুট করে নিয়ে যাচ্ছে। এসময় স্বতন্ত্র প্রার্থী জিয়াবুল হকও উপস্থিত ছিলেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, নির্বাচন পরবর্তী কোন ধরনের সহিংসতা এড়াতে আইন শৃঙ্খলাবাহিনী সবসময় সজাগ রয়েছে। ঘটনা ঘটলে অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

পাঠকের মতামত: