ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় সেতুর উপর পিকআপের ধাক্কায় সিএনজি গাড়ির যাত্রী নিহত

চকরিয়া প্রতিনিধি :: কক্সবাজারের চকরিয়ায় পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিক্সার যাত্রী আবদুল খালেক (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় অটোরিক্সার অপর তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকাল ৪টার দিকে চকরিয়া বদরখালী-মহেশখালী সড়কের বদরখালী সেতুর উপর এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতারে ভর্তি করা হয়েছে। নিহত কিশোর খালেক মহেশখালী উপজেলার কালারমারছড়ার চালিয়াতলী গ্রামের মোজাফ্ফর আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে চকরিয়া সদর থেকে সিএনজি অটোরি´া করে বাড়িতে যাচ্ছিলেন খালেক। এসময় চকরিয়ামুখি একটি পিকআপ বদরখালী সেতুর উপর সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় কিশোর আবদুল খালেক।

স্থানীয় কালারমারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তারেক বিন শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

পাঠকের মতামত: