ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বনভূমি উদ্ধার

স্টাফ রিপোর্টার, চকরিয়া : চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নে বনবিভাগের সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। এসময় বনবিভাগের জায়গা দখল করে তৈরি করা পাঁচটি অবৈধ ঝুপড়িঘর উচ্ছেদ ও তামাক ক্ষেত গুঁড়িয়ে দিয়ে এক একর জমি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ফাঁসিয়াখালী বনবিটের উচিতারবিল মৌজায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫টি ঝুপড়ি ঘর ও ১ একর তামাক ক্ষেত গুঁড়িয়ে দেয়া হয়েছে।
অভিযানকালে রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দীন, বনবিট কর্মকর্তা মো. খসরুল আমিন, ফরেস্ট গার্ড, সিজিপি’র সদস্য ও ভিলেজারগণ অংশগ্রহণ করেন।
ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দীন বলেন, বন, বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষায় নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে।

পাঠকের মতামত: