ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় মালামালসহ চোর ধরে পুলিশে দিলো জনতা

চকরিয়া সদর প্রতিনিধি :: কক্সবাজারের চকরিয়ায় বাড়িতে চুরি করতে আসা এক চোরকে মালামালসহ ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ সিকদার পাড়া এলাকায় মো. আমিনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। আটক মো. খোকন (২২) ওই ইউনিয়নের চাঁদের বাপের পাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে।

বাড়ির মালিক মো. আমিন বলেন, গভীর রাতে বাথরুম সেরে ভুলে দোতলার দরজা বন্ধ না করায় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৪-৫ জন ঘরে প্রবেশ করে মালামাল বের করে নিচে নামিয়ে ফেলে। পরে আবারও বাথরুম সারতে উঠলে ঘরের ভেতর চোর দেখি। তাড়া দিলে তারা দ্রুত নিচে নেমে পড়ে। এ সময় শোরগোল শুনে লোকজন এসে একজনকে ধরে পুলিশে দেয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে থেকে ওই চোরকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে সম্পৃক্তদের খুঁজে বের করা হবে। এ ঘটনায় থানায় এজাহার দিলে মামলা রুজু করা হবে।

 

পাঠকের মতামত: