লাবণ্য রাণী পূজা, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় ২০১৮-১৯ অর্থ বছরে ব্যক্তিখাতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশী ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। গত অর্থবছরে এ খাতে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ১৩ লাখ ৫৩ হাজার ৯ শত টাকা। আদায় হয়েছে ১ কোটি ২২ লাখ ৮৫ হাজার ২১ টাকা। গত অর্থবছরে ১৬টি সংস্থার কাছ থেকে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩২ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। এছাড়া সংস্থা খাত থেকে ৪৩ লাখ ৯২ হাজার ৬১১ টাকা কর আদায় হয়েছে। যা লক্ষ্যমাত্রার এক দশমিক ৩৫ শতাংশ। এছাড়া সংস্থা খাতে পৌরসভাসহ উপজেলার ১৮টি ইউনিয়নের কেউই তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত চকরিয়া নিউজকে বলেন, উপজেলার চারটি ভূমি অফিসের মাধ্যমে ব্যক্তিখাতে নতুন ব্যবহার ভিত্তিক অতিরিক্ত কর আদায় হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। এছাড়া চারটি বনবিভাগকে বারবার তাগাদা দেয়া হলেও চট্টগ্রাম দক্ষিণ ও কক্সবাজার উত্তর বনবিভাগ আংশিক কর আদায় করেছে। ৩১ কোটি টাকারও বেশী অনাদায়ী করের মধ্যে এক টাকাও কর আদায় করেনি লামা ও উপকূলীয় বনবিভাগ। এসি ল্যান্ড আরও বলেন, ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বিশাল চকরিয়া উপজেলায় ভূমি অফিস রয়েছে মাত্র চারটি। ফলে কর আদায় করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ লোকজনকে। উপজেলার প্রতিটি ইউনিয়নে ভূমি অফিস প্রতিষ্টা পেলে সংশ্লিষ্ট এলাকার লোকজন সহজেই কর আদায় করতে পারবে। এতে ভূমি অফিসের ব্যক্তিখাতে কর আদায়ের পরিমাণও বৃদ্ধি পাবে।
পাঠকের মতামত: