এম.জিয়াবুল হক, চকরিয়া :: কেন্দ্রীয় কর্মসুচির আওতায় নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা তৈরীতে বেলুন উড়ালেন চকরিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরাম। বৃহস্পতিবার ২২ অক্টোবর চকরিয়া থানা মিলনায়তনে ‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ স্লোগানকে ধারণ করে নারী উন্নয়ন ফোরাম কক্সবাজার জেলা শাখার কো-অর্ডিনেটর ও চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় বেলুন উড়ানো কর্মসুচি উদ্বোধন করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যোবায়ের। অনুষ্ঠানে চকরিয়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আশরাফ হোসেন, নারী নেত্রী সজরুন নাহার বুলু, পুলিশ বিট সহ উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্য সকল ইউনিয়ন পরিষদের নারী মেম্বারগণ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কর্মসুচির আলোকে বলা হয়েছে, পুলিশের পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরীতে নারী উন্নয়ন ফোরামের সকল সদস্যকে স্বোচ্চার থাকতে হবে। এসংক্রান্ত সংগঠিত ঘটনার প্রেক্ষিতে মামলার দ্রুতসময়ের মধ্যে তদন্ত রিপোর্টসহ বিচার কার্যক্রমে সহায়ক সকল তথ্য আইনী সময়ের মধ্যেই পুলিশ প্রদান করবেন এবং নারী ধর্ষনের বিরুদ্ধে জনসচেতনাতা ক্যাম্পেইন ও “১৮০ দিনের মধ্যে বিচার ” নিশ্চিতে সহায়তা দেবেন।
উল্লেখিত দাবির স্বপক্ষে কেন্দ্রীয় কর্মসুচির অংশহিসেবে চকরিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নারী ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী চকরিয়া উপজেলায় কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেন। এরই অংশহিসেবে বৃহস্পতিবার চকরিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরাম কতৃক আয়োজিত বেলুন ওড়ানো কর্মসূচীতে অংশ গ্রহণ করেছেন,
নারী উন্নয়ন ফোরাম আয়োজিত কর্মসুচিতে নারী উন্নয়ন ফোরাম সভাপতি মহিলা ভাইসচেয়ারম্যানের নেতৃত্বে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে বেলুন এবং ফেস্টুন ওড়ানো হয়। “নারী উন্নয়ন ফোরামের গঠনতন্ত্রের ৭.৩ ধারা অনুযায়ী এলাকার নারী ও শিশু নির্যাতনের ঘটনা নিকটস্থ পুলিশ ও নারী উন্নয়ন ফোরাম কেন্দ্রে রেকর্ডভুক্ত করে ধর্ষন মামলা সর্বোচ্চ ১৮০ দিনে রায় ঘোষনা” করণের দাবি জানানো হয়। উল্লেখ্য সারাদেশে ১৭ অক্টোবর শুরু হয়ে ২২ অক্টোবর পর্যন্ত নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ৬৯১২টি বিট পুলিশী কার্যক্রম বেলুন উড়ানো কর্মসুচি পালিত হয়েছে।
পাঠকের মতামত: