ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় বাবার হত্যার বিচার চাইল দুই শিশু কন্যা

লোহাগাড়া প্রতিনিধি :: পিতার খুনিদের দ্রুত প্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে নিহত ব্যবসায়ী লতিফ উল্লাহর দুই শিশুকন্যা লাবিবা মকসুরাত (১২) ও রাকিকাত কমসুরাত। গতকাল শনিবার সকালে লোহাগাড়া উপজেলার চুনতি বাজারে চুনতি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির ব্যানারে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানায়।
গত ৩ জানুয়ারি রাতে চকরিয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের হাই স্কুল সড়ক এলাকার বাসা থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় ব্যবসায়ী লতিফ উল্লাহকে। এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা লুট করে দুর্বৃত্তরা। লতিফ লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সুফি মিয়াজি পাড়ার মৃত ইলিয়াস সওদাগরের পুত্র।

পাঠকের মতামত: