ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় বনকর্মীদের উপর সন্ত্রাসী হামলা, আহত ৫

রবিবার (২ জুন) দুপুর দেড়টায় কাকারা বনবিটের শাহ ওমর নগর এলাকার চন্ডিয়ার ঘোনা বনাঞ্চলে এঘটনা ঘটেছে। আহতরা হলেন-নেজাম হেডম্যান (মাথায় ও হাতে আঘাত প্রাপ্ত),জাহাঙ্গীর আলম রাজিব, বাগান মালী (শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়),মোহাম্মদ মাসুদ রানা, ফরেস্ট গার্ড ( হাত পায়ে আঘাত প্রাপ্ত),মোহাম্মদ ইউসুফ আলী ফরেস্ট গার্ড (হাত, পায়ে আঘাত প্রাপ্ত) ও সুকেন্দ নাথ দাস, বাগান মালী ((হাত, পায়ে আঘাত প্রাপ্ত)।

এ ব্যাপারে কাকারা বনবিটের রেঞ্জ কর্মকর্তা মোঃ আমির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কাকারা বনাঞ্চলে অবৈধভাবে ঢুকে বনের গাছ কেটে ফেলার খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিলে স্থানীয় কাকারা ইউনিয়নের এনাম মেম্বারের ছেলে মোঃ সাজ্জাদ (২৫),একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাকের মোঃ চর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মোঃ আমানউল্লাহ প্রকাশ, গুড়া মিয়া (৪২),জসিম উদ্দিনের ছেলে মোঃ জিসান (২৮),মোঃ রশিদ আহমদের ছেলে মোঃ সোহেল (৩০) ও আব্দুল হাকিমের ছেলে মোঃ জাফর (৫৫) সহ আরো কয়েকজন বনদস্যুরা গাছ কাটায় বাঁধা দেওয়াতে হামলা চালিয়ে আমার ৫ জন বনকর্মীদের গুরুতর আহত করেছেন। এসময় আমার কর্মীদের কাছ থেকে একটি মোবাইল, নগদ ২০হাজার টাকাসহ প্রায় চার লক্ষ্য টাকা ক্ষতি করে। অভিযুক্তদের বিরুদ্ধে বন আইন মোতাবেক ও ফৌজদারি আইনে নেয়া হচ্ছে ।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার খবর পেয়েছি,আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত: