চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::
কক্সবাজারের চকরিয়া পৌরসভায় জন্মনিবন্ধন নিতে গিয়ে দুই বোনকে প্রকাশ্যে শাড়ি খুলে বিব্রস্ত্র করে শ্লীলতাহানির চেষ্টা করেছে দুই বখাটে যুবক। গতকাল রবিবার বেলা সাড়ে ১২টার দিকে চকরিয়া পৌরসভা কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত লোকজন বখাটেদের পাকড়াও করে চকরিয়া থানা পুলিশে সোপর্দ করেছেন।
দুই বখাটে যুবক হলো, চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ড কোচপাড়া এলাকার মনজুরুল হকের ছেলে আরিফুল ইসলাম (২২) ও মোহাম্মদ হোছনের ছেলে তানজিন হোসেন তুহিন (২১)।
প্রত্যক্ষদর্শী লোকজন সূত্রে জানা গেছে, রবিবার সাড়ে ১২টার দিকে চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দুই বোন পৌরসভা কার্যালয়ে জন্মনিবন্ধন সনদ নিতে যায়। ওই সময় তাদের সাথে থাকা একজনের স্বামীকে ৮নম্বর ওয়ার্ড কোচপাড়া এলাকার দুই বখাটে মারধর করে। এ সময় স্বামীকে উদ্ধারে এগিয়ে এলে দুই বোনকে টেনে হিচঁড়ে শাড়ি খুলে বিবস্ত্র করে শ্লীলতাহানির চেষ্টা করে বখাটে যুবকরা। পরে তারা নিজের সম্ভ্রম বাচাঁতে পৌরসভার একটি কক্ষে গিয়ে আশ্রয় নেয়। পরে উপস্থিত লোকজন দুই বখাটে যুবককে পাকড়াও করে পুলিশের কাছে সোপর্দ করেন।
চকরিয়া পৌরসভার মেয়ার আলমগীর চৌধুরী বলেন, এটি একটি ছোট ঘটনা। দুইপক্ষকে আপোস করে দেয়া হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আক্রান্ত নারীর স্বামী সাকেরুল ইসলাম বাদী হয়ে মারধর, হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ এনে একটি এজাহার দায়ের করেছেন। এটি মামলা হিসেবে এন্ট্রি করা হয়েছে। আটককৃতদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
পাঠকের মতামত: