ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় চোরাই মোটরসাইকেল উদ্ধার

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া ::  চকরিয়া উপজেলার বদরখালীতে চুরি হয়ে যাওয়া দেড় লক্ষাধিক টাকা দামের একটি মোটরসাইকেল উদ্ধার করে ফাঁড়ি পুলিশ।মঙ্গলবার দুপুরে এটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, চকরিয়া পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির উৎপাত বৃদ্ধি পেয়েছে। বাড়িঘর, পথঘাট, নিরাপদ স্থানসহ এখন অনিরাপদে পরিনত হচ্ছে। গত শুক্রবার পেকুয়া উপজেলার শেখের কিল্লা ঘোনা এলাকায় নিজ বাড়িতে টিভিএস কোম্পানির আরটিআর মডেলের একটি মটর সাইকেল তালাবদ্ধ করে রাখেন মালিক দিদারুল ইসলাম। একইদিন দিবাগত রাত ৩ টার দিকে বাড়ির লোকজনের অজান্তে কৌশলে তালা ভেঙে এটি চুরি হয়ে যায়। পরে বিভিন্ন প্রান্তে খুঁজাখুঁজি করেন মোটরসাইকেল মালিক দিদার। তিনদিন পর মঙ্গলবার বদরখালী ফাঁড়ি পুলিশের সহযোগীতায় এটি উদ্ধার করা হয়।
এ ব্যপারে চকরিয়ার বদরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ মহসিন তালুকদার জানান, মঙ্গলবার বদরখালী বাজার এলাকায় একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় রয়েছে স্থানীয় লোকজনের কাছে এমনই খবর পাওয়া যায়। পরে এটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়। একইদিন দিদারুল ইসলাম নামের এক ব্যক্তি ফাঁড়িতে আসলে কাগজপত্র যাচাই করে এটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে চোর সিন্ডিকেট সনাক্ত করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

পাঠকের মতামত: