ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভায় সিদ্ধান্ত

চকরিয়ায় চোরাই পথে বার্মাইয়া গরু মহিষ ঢুকবে না অনুমোদনহীন পশুর হাট বন্ধে শুদ্ধি অভিযান চলবে

এম জিয়াবুল হক, চকরিয়া ::
সাম্প্রতিক সময়ে চোরাই পথে মায়ানমারের গরু মহিষের অবৈধ চালান ঢুকে পড়ার কারণে কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে সরকারি অনুমোদন বিহীন অবৈধ পশুর হাট বসিয়ে কতিপয় মহল লাখ লাখ টাকার বাণিজ্য শুরু করেছে । অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন দলের কতিপয় লোকজন সরকারি অনুমোদন উপেক্ষা করে উপজেলার বিভিন্ন স্থানে এসব অবৈধ পশুর হাট গড়ে তুলেছে। এসব পশুর হাটে গরু মহিষ বেচাকেনার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে নিয়োজিত চক্রের লোকজন লাভবান হচ্ছেন। পক্ষান্তরে প্রশাসন বিপুল অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছেন।

অন্যদিকে চোরাই পথে মায়ানমারের গরু মহিষ অনায়াসে নিয়ে এসে হরদম বেচাবিক্রির কারণে চরম লোকসানের মুখে পড়েছে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক দেশীয় গরুর খামারীরা। এ অবস্থায় বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসনের নজরে আসলে করণীয় নির্ধারণের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ১২ জানুয়ারি কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে চোরাচালান প্রতিরোধ বিষয়ক জরুরি সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান অনুষ্ঠিত চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো রাহাত উজ জামান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। সভায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা কমিটির সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, সবার সম্মতিক্রমে অনুষ্ঠিত চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে চকরিয়া উপজেলায় চোরাই পথে মায়ানমারের অবৈধ গরু মহিষের চালান ঢুকতে পারবে না। এসব চোরাই গরু মহিষ বেচাকেনার জন্য ইতোমধ্যে সরকারি অনুমোদন ছাড়া গড়ে তোলা অবৈধ পশুর হাট থাকতে পারবে না। এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে চকরিয়া উপজেলা প্রশাসন ও চকরিয়া থানা পুলিশ প্রশাসন শুদ্ধি অভিযান চালাবে।

তিনি আরও বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে, চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা যাবেনা। সরকারি অনুমোদন বিহীন কোন জায়গায় পাহাড় কাটা যাবে না। এইধরনের অনিয়ম অসঙ্গতির ঘটনায় যারাই জড়িত থাকুক কাউকে ছাড় পাবে হবে না।

চকরিয়া উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এরপর অনুষ্ঠিত হয় উপজেলা চোরাচালান প্রতিরোধ বিষয়ক কমিটির জরুরি সভা।

 

পাঠকের মতামত: