ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ঘনশ্যাম বাজারের শতবষী বটবৃক্ষ লুটিয়ে পড়ল মাটিতে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিতে অবশেষে উপড়ে পড়ে গেলো কক্সবাজারের চকরিয়া পৌরসভার ঘনশ্যাম বাজারের শতবর্ষী বটবৃক্ষ। অব্যাহত বৃষ্টিপাতে বটবৃক্ষটির গাছের গুড়া নরম হয়ে গিয়ে বৃহস্পতিবার রাতের দিকে গাছটি উপড়ে মাটিতে লুটিয়ে পড়ে যায়। বটবৃক্ষটি পড়ে যাওয়ার খবর শুনে শুক্রবার সকাল থেকে বয়োবৃদ্ধ থেকে শুরু করে শতশত নারী-পুরুষ দেখতে ভীড় করছে।
স্থানীয় লোকজনের পরিচর্যায় ছোট থেকে বাড়তে বাড়তে বটগাছটির বয়স দাঁড়ায় শতবর্ষে। এই বট গাছের নিচে বসতো বাজার। পৌর এলাকাসহ দুরদুরান্ত থেকে মানুষজন এসে এই বটগাছের নিচে বসা বাজার থেকে সাপ্তাহিক বাজার-সদায় করতো। আবার কেউ আসতো ছায়া নিতে। অনেকে গাছে উঠে আনন্দ উল্লাস করে করতো।
পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর বশিরুল আইয়ুব বলেন, এই গাছটির নিচে বসে আমার দাদা-নানা-বাবারা আড্ডা দিতো। এক সময় এই বটগাছটির নিচে বসতো বিশাল বাজার। আমার শৈশব কেটেছে এই বট গাছটির নিচে। টানা ভারী বৃষ্টি ও ঢলের পানিতে গাছটির গুড়া নরম হয়ে যাওয়ায় শতবর্ষী বটবৃক্ষটি উপড়ে যায়। সত্যিই খুব কষ্ট লাগছে।

পাঠকের মতামত: