ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ওয়াকফ্স্টেটের জমি বর্গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত- ৭

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:  চকরিয়ায় ওয়াকফ্স্টেট জমির বর্গা বিরোধে দু’পক্ষের সংঘর্ষে অন্ততঃ ৭ জন আহত হয়েছে। তারা সকলে খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে খুটাখালী বাজার এলাকায় ঘটে এ ঘটনা। সংঘর্ষে হেতালিয়া পাড়ার জয়নাল আবেদীন, তার ভাই কাজল’সহ আরো কয়েকজন, স্কুলপাড়ার আক্তার কামাল, ছেলে জিহাদ, মোজাফফর, এরশাদ আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনা সুত্রে জানা যায়, খুটাখালী কালাইয়া ঘোনার আলাউদ্দিন ওয়াকফ্স্টেটের কিছু জমি খালসহ বর্গা নেন আক্তার কামাল। তবে আগে এই জমির বর্গাচাষা ছিলেন আহত জয়নালের ভাই শামসুদ্দিন। জমি বর্গা দেয়া না-দেয়া নিয়ে উভয়ের বিরোধ সৃষ্টি হয়। বাজারে এসে দুপক্ষের বিতর্কের একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবদুর রহমান জানান, আহতদের আগে চিকিৎসা করতে বলা হয়েছে। পরবর্তীতে দু’পক্ষের সিদ্ধান্তে আপোষ মিমাংসা অথবা আইনানুগ ব্যবস্থা নিবে।
চকরিয়া থানার ওসি মোঃ ওসমান গনি জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

পাঠকের মতামত: