ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শেখ জামাল ক্লাব, খেলার মাঠে ভোটের মিছিল

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার সর্ববৃহৎ ফুটবল আসর এমপি জাফর আলম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে টেকনাফ খেলোয়াড় সমিতিকে ২-০ গোলে হারিয়ে শেখ জামাল ক্লাব চকরিয়া ফাইনাল নিশ্চিত করেছে। গতকাল শুক্রবার বিকালে খেলাটি অনুষ্ঠিত হয় চকরিয়া উপজেলা পরিষদস্থ মগবাজার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে।

চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী পরিচালিত শেখ জামাল ক্লাব টুর্নামেন্টের এ পর্যন্ত তিনটি খেলায় অপরাজিত রয়েছেন।

মগবাজার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচটি উপভোগ করার জন্য হাজার হাজার ক্রীড়ামোদি দর্শকের সমাগম ঘটে। দর্শকরাও মুহুর্মুহু করতালি দিয়ে মাতিয়ে রাখে পুরো মাঠ।

অনুষ্ঠিতব্য টুর্ণামেন্টে শেখ জামাল ক্লাব ফাইনালে পৌঁছার আনন্দে ওইসময় স্টেডিয়ামে উপস্থিত উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফজলুল করিম সাঈদীর সমর্থনে হাজার হাজার দর্শক তাৎক্ষনিক মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান সড়ক হয়ে চকরিয়া শহরের প্রধান সড়কে এসে শেষ হয়।

প্রসঙ্গত: গত ২৬ জানুয়ারী চকরিয়া উপজেলা পরিষদস্থ মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এমপি আলহাজ জাফর আলম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। উদ্বোধণী খেলায় ঈদগা খেলোয়াড় সমিতিকে ৩-০ গোলে হারিয়ে উড়ন্ত সুচনা করেন চকরিয়া উপজেলার সাড়া জাগানো ফুটবল টিম শেখ জামাল ক্লাব।##

পাঠকের মতামত: