ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় আসামি ধরতে গিয়ে দায়ের কোপে ৫ পুলিশ আহত

চকরিয়া সংবাদদাতা ::
কক্সবাজারের চকরিয়ায় মো. বদন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৫ পুলিশ সদস্য। আহত অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে চকরিয়া উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে অভিযান শেষে মোহাম্মদ সাগর (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঠুটিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার সাগর ওই এলাকার মোহাম্মদ আব্দুল জলিলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি। তিনি বলেন, মো. বদন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযানে গেলে আসামিরা দা ও লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এসময় দায়ের কোপ ও লাঠির আঘাতে ২ জন এসআই ও ৩ জন কনস্টেবলসহ মোট ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, এসময় ঘটনাস্থল থেকে সাগর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেও আহত হয়েছেন।

 

পাঠকের মতামত: