ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

চকরিয়ার ভুয়া পিতাসহ রোহিঙ্গা নারী আটক

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া ::

পাসপোর্ট করতে এসে ভুয়া পিতাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়।

আটক সাজানো পিতা আমির হোসেন (৫২) চকরিয়া উপজেলার খুটাখালী বাককুম পাড়া এলাকার ফজর আলীর ছেলে ও রোহিঙ্গা নারী ছেনুয়ারা বেগম (২১) জামতলী রোহিঙ্গা শিবিরের কামাল উদ্দিনের মেয়ে।

জানা গেছে, আমির হোসেনের আসল মেয়ের নাম ফাতেমা খাতুন। ছেনুয়ারার পাসপোর্ট বানাতে ফাতেমার সব ডকুমেন্ট সাবমিট করেন আমির। উভয়ের কথবার্তায় সন্দেহজনক মনে করেন পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদের ফাঁকে ছেনুয়ারা নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করে। পরে পুলিশ এসে দুইজনকে আটক করে। ঘটনার সত্যতা জানান কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবু নঈম মাসুম।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত: