নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: খেলতে খেলতে মাঠেই মারা গেলেন চট্টগ্রামের আনোয়ারার ফুটবল খেলোয়ার মোহাম্মদ জিয়াউল করিম (৪২) নামে এক মাদ্রাসা শিক্ষক।
শুক্রবার (৩০ সেপ্টম্বর) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্জক এলাকায় একটি মাঠে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে।
নিহত জিয়াউল করিম চকরিয়া উপজেলার বদরখালী গ্রামের মগনামা পাড়ার মৃত হাজী হাকিম আলী সওদাগরের ছেলে। তিনি চাতরী ইউনিয়নের আল আমীন বারিয়াতি তারতীলুল কোরআন মডেল মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, শুক্রবার বিকেলে জিয়াউল করিম অন্যান্যদের সাথে ফুটবল খেলছিল। কিছুক্ষণ পর খেলার মাঠে তিনি বসে পড়েন। এ সময় সহপাঠীরা তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া তাবাচ্ছুম জানান, বিকালে জিয়াউল করিম নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু ইসিজি পরীক্ষা করে দেখা গেছে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
শুক্রবার এশারের নামাজের পরে চাতরী ঈদগাঁ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল ১১ টায় চকরিয়া উপজেলার বদরখালী গ্রামের বাড়ী মগনামা পাড়ায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানিয়েছেন।
পাঠকের মতামত: