ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

চকরিয়ার তিন অস্ত্র ব্যবসায়ী সাতকানিয়ায় গ্রেপ্তার, ৪০ রাউন্ড গুলি উদ্ধার

gg3সাতকানিয়া প্রতিনিধি :::

চকরিয়ার পেশাদার তিনজন অস্ত্র ব্যবসায়ীকে সাতকানিয়ায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার খাগরিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতকানিয়ার সন্ত্রাসীরা নতুনভাবে অস্ত্র ও গুলি সংগ্রহ করতে শুরু করেছে। ঘটনার দিন রাতে কয়েকজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী অস্ত্র ও গুলি বিক্রির জন্য সাতকানিয়ার খাগরিয়া এলাকায় আসে। গোপনে খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ খাগরিয়া এলাকায় অবস্থান নেয় এবং অস্ত্র ব্যবসায়ীদের উপর কড়া নজর রাখে। রাত সাড়ে নয়টার দিকে অস্ত্র ব্যবসায়ীরা চর খাগরিয়া এলাকার কোল্ড স্টোরের সামনে অবস্থান নেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌয়নাম্বার ঘোনার হাজী ছিদ্দিন ফকিরের বাড়ির হাকিম আলীর পুত্র মোহাম্মদ রাসেল প্রকাশ ইদ্রিস (৩২), একই গ্রামের আমির হামজার বাড়ির আমির হামজার পুত্র আবদুল করিম (২৭) ও বিএম চরের হওনারজুম এলাকার হাজী বেলাল উদ্দিনের পুত্র মোক্তার মিয়া (২৬)। গ্রেপ্তারের পর তাদের দেহ তল্লাশি চালিয়ে ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন খন্দকার জানান, গ্রেপ্তার তিনজনই পেশাদার অস্ত্র ব্যবসায়ী। সাতকানিয়ার খাগরিয়া এলাকার কিছু সন্ত্রাসীদের কাছে অস্ত্র ও গুলি বিক্রির জন্য তারা এসেছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে শনিবার আদালতে হাজির করা হবে।

 

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় পেশাদার তিনজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার খাগরিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতকানিয়ার সন্ত্রাসীরা নতুনভাবে অস্ত্র ও গুলি সংগ্রহ করতে শুরু করেছে। ঘটনার দিন রাতে কয়েকজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী অস্ত্র ও গুলি বিক্রির জন্য সাতকানিয়ার খাগরিয়া এলাকায় আসে। গোপনে খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ খাগরিয়া এলাকায় অবস্থান নেয় এবং অস্ত্র ব্যবসায়ীদের উপর কড়া নজর রাখে। রাত সাড়ে নয়টার দিকে অস্ত্র ব্যবসায়ীরা চর খাগরিয়া এলাকার কোল্ড স্টোরের সামনে অবস্থান নেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌয়নাম্বার ঘোনার হাজী ছিদ্দিন ফকিরের বাড়ির আবদুল হাকিমের পুত্র মোহাম্মদ রাসেল প্রকাশ ইদ্রিস (৩২), একই গ্রামের আমির হামজার বাড়ির আমির হামজার পুত্র আবদুল করিম (২৭) ও বদ্দার ঘাটার হাজী বেলাল উদ্দিনের পুত্র মোক্তার মিয়া (২৬)। গ্রেপ্তারের পর তাদের দেহ তল্লাশি চালিয়ে ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন খন্দকার জানান, গ্রেপ্তার তিনজনই পেশাদার অস্ত্র ব্যবসায়ী। সাতকানিয়ার খাগরিয়া এলাকার কিছু সন্ত্রাসীদের কাছে অস্ত্র ও গুলি বিক্রির জন্য তারা এসেছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে শনিবার আদালতে হাজির করা হবে।

– See more at: http://www.dainikazadi.org/details2.php?news_id=2759&table=may2016&date=2016-05-28&page_id=1&view=1&instant_status=#sthash.0FhhZoAq.dpuf

পাঠকের মতামত: