ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চকরিয়ার খুটাখালীতে স’মিলের লাইসেন্স জালিয়াতি মামলায় ২ জনের কারাদন্ড

114-300x237সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার ৮ মার্চ ::

চকরিয়া উপজেলার খুটাখালীতে স’মিলের লাইসেন্স জালিয়াতি মামলায় অভিযুক্ত ২ জনকে জেল ও জরিমানা দেয়া হয়েছে। গত ৮ ফেব্রুয়ারী চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মাহমুদুল ইসলাম এ রায় প্রদান করেন। ২০০৯ সালের ২২ অক্টোবর দায়েরকৃত মামলা নং ৩৪২/১০ এর শুনানীতে আদালত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে স্বাক্ষী প্রমানের ভিত্তিতে দোষী সাব্যস্থ হওয়ায় খুটাখালী ইউনিয়নের দক্ষিণ পাড়ার মৃত আব্বাস কোম্পানীর পুত্র মো: শফিকে ৪ বছর জেল ও ৫ হাজার টাকা জরিমানা দেয়া হয়। এ মামলায় মিথ্যা প্রতিবেদন দিয়ে সহযোগীতা করায় তৎকালীন ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা পরিমল চন্দ্র পালকে ৩ বছর বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। উল্লেখ্য বিগত ২১ আগষ্ট ২০০৮ সালে মো: শফি ইউনিয়নের পূর্বপাড়ার বাসিন্দা মৃত গুরা মিয়ার পুত্র নুরুল আলম সওদাগরের স’মিলের লাইসেন্স নম্বর (১৬৮) জালিয়াতি করে আদালতে উপস্থাপন করেন। এ ঘটনায় নুরুল আলম সওদাগর জালিয়াতির অভিযোগে ৪২০ ধারায় ২ জনকে অভিযুক্তি করে মামলা দায়ের করে। মামলার দীর্ঘ শুনানী শেষে গত ৮ ফেব্রুয়ারী রায় প্রদান করা হয়। বর্তমানে তারা পলাতক রয়েছে। মামলার বাদী পক্ষ জানায়, ৫৬ নং বন মামলায় অভিযুক্ত শফির মালিকানাধীন স’মিল অদৃশ্য কারনে এখনো সচল রয়েছে।

পাঠকের মতামত: