ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

চকরিয়ার ওজনের কম দেওয়ায় ৪ পেট্রোল পাম্পকে ৭৫ হাজার টাকা জরিমানা

জহিরুল আলম সাগর, চকরিয়া ঃঃ চকরিয়া পৌরসদরের ৪টি পেট্রোল পাম্পকে ওজনের কম দেওয়া সহ বিএসটিআই এর ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ না থাকার অভিযোগে ৭৫হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৬ আগষ্ট) দিনে চকরিয়া উপজেলার সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত-উজ-জামান ভ্রাম্যমাণ অভিযানটি পরিচালনা করেছেন।

জানা গেছে, চকরিয়া পৌরসভা ফিলিং স্টেশনে ভ্রাম্যমান অভিযান চালাতে গিয়ে ৫লিটার অকটেন পরীক্ষা করা হয়। পরিমাপের সময় ৩৬০ মিলিলিটার অকটেন কম পাওয়ায়,ওই ফিলিং ষ্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।এরপরে উপজেলার অপর ৩টি ফিলিং স্টেশন মেসার্স আবদুল মোনাফ এন্ড সন্স, মেসার্স ছিদ্দিক ফিলিং স্টেশন ও মেসার্স এনআরসি ফিলিং স্টেশনকে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব ফিলিং স্টেশনে তেলের পরিমাপ সঠিক পাওয়া গেলেও ওজনের ক্ষেত্রে বিএসটিআই প্রদত্ত ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ ছিল না। তাই এই তিন প্রতিষ্ঠানকে হালনাগাদ না করার দায়ে জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় চকরিয়া থানা পুলিশ ও বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: