ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

চকরিয়া সদরে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: নিত্যপন্যের মুল্য লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে কক্সবাজারের চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। শনিবার (৫মার্চ) বিকেল ৩ টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহরে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্টিত হয়।

অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলেন চকরিয়া পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি এস এম আবুল হাসেম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী মিছিলে নেতৃত্ব দেন।

বিএনপি ও সহযোগি সংগঠনের হাজারো নেতাকর্মী নিয়ে চকরিয়া সরকারি হাসপাতাল সড়ক থেকে যাত্রা করে মিছিলটি। বিএনপির বিক্ষোভ মিছিলে পৌর শহর প্রকম্পিত হয়ে উঠে। মিছিলসহ শহরের বিভিন্ন স্থান পদক্ষিণ করে চকরিয়া নিউ মার্কেট চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।

চকরিয়া উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম হায়দার।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী। উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাবু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, আকতার ফারুক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আমিন, কক্সবাজার জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কমিশনার কুতুব উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি এ এম ওমর আলী, পৌর যুবদলের সভাপতি সাবেক প্যানেল মেয়র শহীদুল ইসলাম ফোরকান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি নাছির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবউল্লাহ মিজবাহ সহ বিভিন্ন নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।

 

 

পাঠকের মতামত: