ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

চকরিয়া মালুমঘাটে শিক্ষার্থীকে পিটিয়ে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় স্কুলের শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর জখমের পর পকেটে থাকা নগদ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার রাত আনুমানিক আটটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট কাঁচাবাজার এলাকায় ঘটেছে এ ঘটনা। আহত স্কুল ছাত্র আশফাতুল ইসলাম নুরশেদ মালুমঘাট চাবাগান এলাকার সুলতান আহমেদের ছেলে এবং মালুমঘাট আইডিয়েল স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র। তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহত শিক্ষার্থীর নানা ডুলাহাজারা ইউপির প্যানেল চেয়ারম্যান মো শওকত আলী বাদি হয়ে ঘটনার দিন রাতে চকরিয়া থানায় একটি এজাহার দিয়েছেন। এতে আসামি করা হয়েছে ডুলাহাজারা ২ নং ওয়ার্ডের ডুমখালী এলাকার মৃত নুরুস ছালামের ছেলে রিয়াজ উদ্দিন প্রকাশ রিয়াজুসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে।

বাদি প্যানেল চেয়ারম্যান শওকত আলী এজাহারে দাবি করেন, তার নাতী নুরশেদ রোববার রাত আনুমানিক আটটার দিকে মালুমঘাট কাঁচাবাজারের পম্চিমে ভুট্টার কম্পিউটার দোকানে মোবাইল মেরামত করত যান। এসময় অতর্কিত অভিযুক্ত আসামি রিয়াজু সহযোগিদের নিয়ে মোটরসাইকেল যোগে সেখানে এসে নাতি নুরশেদকে ঘিরে ধরে। একপর্যায়ে তারা আমার নাতি নুরশেদকে কিল ঘুষি মেরে জখম করে। হামলাচালিয়ে তারা নুরশেদের প্যান্টের পকেটে থাকা বাড়ির নগদ ৮০ হাজার টাকা লুটে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে ঘটনাস্থল উদ্ধার করেন। #

 

পাঠকের মতামত: