এম জিয়াবুল হক, চকরিয়া
প্রকাশ:
২০২৪-০৪-২৯ ০৭:১৫:৪৭
আপডেট:২০২৪-০৪-২৯ ০৭:১৫:৪৭
কক্সবাজারের চকরিয়ায় নিজের বাড়িভিটায় নতুন বাড়ি নির্মাণের সময় হামলা চালিয়েছে ভাড়াটিয়া সন্ত্রাসী চক্র। এসময় তাঁরা পরিবার সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জিন্মি করে লুটে নিয়ে গেছে বাড়ি নির্মাণে মজুদ করা রড সিমেন্ট ও ইট। হামলা লুটপাটের সময় বাঁধা দিতে গিয়ে সন্ত্রাসীদের এলোপাতাড়ি পিটুনিতে গুরুতর আহত হয়েছেন আক্রান্ত পরিবারের বাবা-মা ও ছেলেসহ তিনজন। তাদেরকে স্থানীয় চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। গত ২৩ এপ্রিল বেলা এগারোটার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী দরবেশ আলীপাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা।
এ ঘটনায় আক্রান্ত পরিবারের গৃহকর্তা ফেরদৌস আহমদ এর ছেলে মোহাম্মদ রুবেল বাদি হয়ে চকরিয়া থানায় একটি এজাহার জমা দিয়েছেন। এজাহারে একই এলাকার ইদ্রিছ আহমদ এর ছেলে মোহাম্মদ মুবিন, আরিফুল ইসলাম, মৃত রব্বত আলীর ছেলে ফরুখ আহমদ ছাড়াও ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এজাহারের প্রেক্ষিতে থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকারকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছেন।
এজাহারে বাদি মোহাম্মদ রুবেল (৩৫) জানান, ভরামুহুরী মৌজার বিএস ১১৮ নম্বর খতিয়ানের বিএস ৭০৭ দাগের ৬ শতক বাড়িভিটা তাঁর পিতা ফেরদৌস আহমদের ওয়ারিশি ও চাচা বশির আহমদ গং থেকে খরিদা সম্পত্তি। দীর্ঘ বছর ধরে তাঁরা ওই বাড়িভটায় বসতঘর তৈরি করে পরিবার সদস্যদের নিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল থেকে বসবাস করে আসছেন।
বাদি এজাহারে দাবি করেন, তাদের বাড়িভিটার ভেতরের একটি অংশ জোরপূর্বক জবরদখলের জন্য দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালিয়ে আসছে অভিযুক্তরা। এরই জেরধরে গত ২৩ এপ্রিল ফেরদৌস আহমদের পরিবার দালান বাড়ি নির্মাণ কাজ কাজ শুরু করলে অভিযুক্তরা ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে সেখানে হামলা তান্ডব চালায়। ভুক্তভোগী বাদি রুবেল অভিযোগ করে বলেন, হামলার সময় সন্ত্রাসীরা বাদির পরিবার সদস্যদের জিন্মি করে ২০ বস্তা সিমেন্ট, এক মেট্টিক টন রড, ১০ হাজার ইট লুট করে গাড়িতে করে নিয়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার মালামাল লুট হয়েছে।
এসময় বাঁধা দিতে এগিয়ে আসলে হামলাকারীরা বাড়ির গৃহকর্তা ফেরদৌস আহমদ (৬০), তাঁর স্ত্রী আলতাজ বেগম (৫৫) ও তাদের ছেলে মোহাম্মদ রুবেলকে (৩৫) লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করে। বাদি মোহাম্মদ রুবেল অভিযোগ করে জানান, আমার বাড়িতে হামলা ও মালামাল লুটের ঘটনায় থানায় সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে এজাহার জমা দিয়েছি। থানার অপারেশন অফিসার রাজীব চন্দ্র সরকার ঘটনাস্থলে গিয়ে সত্যতাও পেয়েছেন। সেখানে উল্টো অভিযুক্তরা আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অপচেষ্টা চালাচ্ছে। এই অবস্থায় আমরা প্রশাসসের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
জানতে চাইলে চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার বলেন, হামলার ঘটনায় দুইপক্ষের লোকজন কমবেশি আহত হয়েছে। জখমের ধরণ ও ক্ষয়ক্ষতি বিবেচনা করে এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। #
- নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের বিকল্প নেই
- কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত কমিটি সাংবাদিকরা মানে না
- চকরিয়ায় ডাকাতি,মলম পার্টি,গরু চোর ও নাশকতা মামলার ৭ আসামী গ্রেপ্তার
- হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তায় চকরিয়া মহাসড়কে বাড়ছে ছিনতাই
- কক্সবাজার প্রেসক্লাবের অবৈধ কমিটির অবৈধ নির্বাচন
- চকরিয়ার ফাঁসিয়াখালীতে সন্ত্রাসী হামলায় বিএনপির সেক্রেটারীসহ ২জনকে কুপিয়ে জখম
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত
- সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- চকরিয়ায় আলোচিত ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
- ঈদগাঁওতে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত কমিটি সাংবাদিকরা মানে না
- সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত
পাঠকের মতামত: