ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

চকরিয়া নির্বাচনে কোন নেতা প্রভাব দেখালেই গ্রেপ্তার : এসপি মাসুদ

নিজস্ব প্রতিবেদক :  আজ সোমবার ১৮ মার্চ অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে যে কোন পর্যায়ের নেতা রাতে কিংবা দিনে হউক কোন ধরণের প্রভাব বিস্তার করতে চাইলেই সরসরি গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এবিষয়ে দায়িত্বপালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম-এর কাছ থেকে জানতে চাইলে তিনি চকরিয়া নিউজ-কে দৃঢ়তার একথা বলেন।

তিনি জানান-কক্সবাজার জেলার সকল উপজেলা নির্বাচন সুষ্ঠু, অবাধ নিরপেক্ষ করার জন্য পরিবেশকে নিরাপদ ও ভোটারবান্ধব রাখতে কক্সবাজার জেলা পুলিশ বদ্ধ পরিকর। এজন্য জেলা পুলিশকে সবসময় সকল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে। এস পি এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম-নির্বাচনকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে উল্লেখ করে বলেন-কেউ সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করলে তা কোনভাবেই বরদাশত করা হবেনা।

তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে জেলার সকল উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পাঠকের মতামত: