নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: অবশেষে সরিয়ে নেওয়া হয়েছে কক্সবাজারের ব্যস্ততম চকরিয়া-মহেশখালী আঞ্চলিক সড়কের চকরিয়ার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় সড়কের পাশের মারাত্মক ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিটি। একইসঙ্গে নতুন খুঁটি স্থাপন করা হয়েছে সেখানে। এতে দীর্ঘ একমাস ধরে আতঙ্কে চলাফেরা করা মানুষ ও সড়কে চলাচলকারী যানবাহনের চালক-যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে।
প্রসঙ্গত, সড়কের পাশের মারাত্মক ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক পাকা খুঁটিটি নিয়ে গতকাল শনিবার চকরিয়া নিউজ’ এ ‘মারাত্মক ঝুঁকিপূর্ণ, এক মাসেও সরানো হয়নি’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর টনক নড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষের। শনিবারেই পিডিবির কর্মকর্তা-কর্মচারীরা শ্রমিক নিয়ে নেমে পড়েন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিটি অপসারণে।
স্থানীয় সাহারবিল ইউনিয়নের মাইজঘোনার বাসিন্দা আশরাফুল আরেফিন আসিফ বলেন, ‘ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক পাকা খুঁটিটি মাঝখানে ভেঙে যায় প্রায় একমাস আগে। এর পর থেকে ওই খুঁটিটির উপরিঅংশ বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর গিয়ে ঠেকে। এই অবস্থায় মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ওই স্থান দিয়ে যানবাহন ও জনগণের চলাচল। আতঙ্কের মধ্যে রয়েছেন ঝুঁকিপূর্ণ খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ নেওয়া অর্ধ শতাধিক গ্রাহকও। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সর্বশেষ চকরিয়া নিউজ’ এ সচিত্র সংবাদ প্রকাশ হলে পিডিবি কর্তৃপক্ষ খুঁটিটি সরিয়ে নিয়ে সেখানে নতুন খুঁটি স্থাপন করে।’
এ প্রসঙ্গে পিডিবি চকরিয়ার আবাসিক প্রকৌশলী মোহাম্মদ মাঈন উদ্দিন চকরিয়া নিউজকে বলেন, ‘চকরিয়া-মহেশখালী আঞ্চলিক মহাসড়কের মাইজঘোনায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিটির ব্যাপারে অবগত হওয়ার পর আজ (গতকাল) সকালে সরিয়ে নিয়ে সেখানে নতুন খুঁটি স্থাপন করা হয়েছে।’
পাঠকের মতামত: