এম.জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া থানার নতুন ভবনের প্রশাসনিক কার্যক্রম পরির্দশনে এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মহসিন চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে তিনি চকরিয়া থানায় এসে পৌঁছালে তাকে স্বাগত জানান সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম, চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান।
এরপর অতিরিক্ত সচিব মহসিন চৌধুরী গণপুর্ত বিভাগের তদারকিতে নবনির্মিত চকরিয়া থানার নতুন ভবন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তাঁর উপস্থিতিতে কক্সবাজার গণপুর্ত অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে চকরিয়া থানার নতুন ভবনটি চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
নতুন ভবনটি হস্তান্তর কার্যক্রম শেষে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মহসিন চৌধুরী চকরিয়া থানার সম্মেলনকক্ষে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত সচিব মহসিন চৌধুরী প্রধান অতিথির বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান, ওসি তদন্ত একেএম শফিকুল আলম চৌধুরী। মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মহসিন চৌধুরী চকরিয়া থানা প্রাঙ্গনে বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীদের করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতামুলক প্রচারপত্র বিলি কার্যক্রমকে স্বাগত জানান। এসময় চকরিয়া কোরক বিদ্যাপীঠের স্বাউট শিক্ষার্থীরা অতিরিক্ত সচিবের হাতে প্রচারপত্র তুলে দেন। #
পাঠকের মতামত: