ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

চকরিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
চকরিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের উদোগে যথাযথ মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের ১০৩ তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

কর্মসূচীর আলোকে শুক্রবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চকরিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের পক্ষে থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এরপর চকরিয়া পৌরশহর প্রাণকেন্দ্রে চকরিয়া কোরক বিদ্যাপীঠ মিলাতয়নে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। চকরিয়া উপজেলা সেচ্ছসেবক লীগের সভাপতি শওকত হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সস্পাদক বাবলা দেবনাথের সন্ঞ্চলনায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে কেক কেটে শিশু কিশোর মাঝে বিতরণ এবং দলীয় নেতাকর্মীর মাঝে কেক বিতরণ করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধুর আত্মা জীবনী নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদি। প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম। আলোচনা সভায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ বাবলা দেবনাথ ছাড়াও চকরিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অসংখ্য দলীয় নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ##

পাঠকের মতামত: